‘আপনি কি রোবট?’ গুগল ক্যাপচা আমাদের এই প্রশ্ন করে কেন?
www.tbsnews.net
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ২০:৫২
অনলাইনে কোনো ওয়েবপেজে প্রবেশ করতে গেলে আমাদের সবাইকেই প্রায়ই ‘ক্যাপচা সমস্যা’য় পড়তে হয়। দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে এই ক্যাপচা সমস্যা। ক্যাপচা কী? কেন আমাদের এই ক্যাপচার মুখোমুখি হতে হচ্ছে? চলুন এসব প্রশ্নের জবাব জেনে নেওয়া যাক আজ।
ধরুন এখন মধ্যরাত। আপনি সবে এককাপ কড়া কফি শেষ করেছেন, কারণ জরুরি কোনো কাজের ডেডলাইন এগিয়ে আসছে। দ্রুত ইন্টারনেটে কিছু খোঁজার জন্য কম্পিউটার খুলে বসলেন… ঠিক এমন সময় ওয়বেপেজ যদি আপনাকে জিজ্ঞেস করে 'আপনি কি একটা রোবট?', তখন মেজাজ বিগড়ে যাওয়া অস্বাভাবিক নয়!
সেই মুহূর্তে আপনাকে হয়তো ব্রিজ, গাড়ি কিংবা ট্রাফিক লাইটসহ কিছু ছবি বাছাই করতে বলা হবে আপনার 'মানুষ' পরিচয় নিশ্চিত করার জন্য। 'ক্যাপচা' বলে পরিচিত এ বিষয়টি আমাদের কাছে যথেষ্ট বিরক্তিকর বা হাস্যকর মনে হলেও, কখনো কি এর পেছনের কারণ বের করার চেষ্টা করেছি?
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল
- গুগলের মজার তথ্য