![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F9f552c19-5a0a-4fe9-b441-119e6b001736%252Frajshahi.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
কুড়িয়ে পাওয়া অর্ধলাখ টাকা ফেরত দিলেন কৃষক
অর্ধলাখ টাকা নিয়ে রাজশাহী সিটি হাটে গরু কিনতে যাচ্ছিলেন গোদাগাড়ীর আষাড়িয়াদহ গ্রামের কৃষক ফিরোজ আলী (৩০)। পথে তাঁর কাছ থেকে ওই টাকা পড়ে যায়। টাকাগুলো কুড়িয়ে পান আরেক কৃষক ইসমাইল হোসেন (২৬)।
পরে টাকা হারানোর মাইকিং শুনে কুড়িয়ে পাওয়া টাকা মালিকের কাছে ফেরত দেন তিনি। রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামে এই ঘটনা ঘটে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেরত
- সততা
- কুড়িয়ে পাওয়া টাকা