বাফেটের কোম্পানির বাজারমূল্য ৭০ হাজার কোটি ডলার ছাড়াল

প্রথম আলো প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ২০:৩১

নতুন বছরে মার্কিন শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের মূল কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের বেশ ভালোই যাচ্ছে। কোম্পানির শেয়ারের দাম তর তর করে বাড়ছে। বছরের প্রথম সপ্তাহে টানা চার দিন শেয়ারের দাম বাড়ার কারণে গত বৃহস্পতিবার কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় ৭০০ বিলিয়ন ডলার বা ৭০ হাজার কোটি ডলারের বেশি। এমন বাস্তবতায় বার্কশায়ার শিগগিরই এক লাখ কোটি ডলারের কোম্পানি হতে যাচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। সেটা হলে বিশ্বের চতুর্থ ট্রিলিয়ন ডলার কোম্পানি হতে যাচ্ছে তারা।


বিষয়টি হলো, গত বৃহস্পতিবার বার্কশায়ার হাথাওয়ের শেয়ারের দাম ১ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা চার দিন কোম্পানির শেয়ারের দাম বাড়ে। বাফেটের কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণ হলো, বিনিয়োগকারীরা নিরাপদ জায়গায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। অনিশ্চয়তা আছে বা প্রবৃদ্ধির হার অনেক বেশি, এমন কোম্পানির শেয়ারে মানুষ তেমন আগ্রহী হচ্ছেন না। সেই বিবেচনায় বার্কশায়ার হাথাওয়ে আদর্শস্থানীয় কোম্পানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও