বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি দ্বিগুণ করতে চায় ভারত
বাংলাদেশ থেকে আমদানি করা ব্যান্ডউইথের পরিমাণ দ্বিগুণ করতে চাইছে ভারত। দেশটির বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন থেকে এমনই তথ্য জানা গেছে।
গত ৬ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারত সরকার বাংলাদেশের কক্সবাজার থেকে আমদানি করা ব্যান্ডউইথের পরিমাণ ১০ জিবিপিএস থেকে বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে বলে ভারতের রেলওয়ে, যোগাযোগ, তড়িৎ কৌশল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বিষ্ণু ঘোষণা দিয়েছেন।
মনিপুরের ইমফালে আয়োজিত একটি অনুষ্ঠানে অশ্বিনী জানান, ব্যান্ডউইথ বাড়ানোর সিদ্ধান্ত উত্তর-পূর্ব ভারতের সংযুক্তি বাড়াতে সহায়তা করবে। এই পরিকল্পনা আগামী ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা হবে বলেও যোগ করেন তিনি।
তবে, বাংলাদেশ এখনো ভারতের কাছ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান।
তিনি বলেন, 'আমরা তাদের (ভারতীয়) গণমাধ্যমে এ ধরণের সংবাদ দেখেছি। আমরা এখনো ভারতের কাছ থেকে এ ধরণের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি।'