সব বাধা কাটিয়ে জাতীয় নির্বাচনে চোখ আওয়ামী লীগের

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১৬:২২

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে দল পুনর্গঠন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর পাশাপাশি নির্বাচনী জোট সম্প্রসারণে বিকল্পগুলো নিয়েও ভাবছে দলটি।


একইসঙ্গে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে বিরোধীদলের যেকোনো সম্ভাব্য আন্দোলন মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে তারা।


আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ২০২২ সাল হবে দলের 'সম্মেলনের বছর'। এর লক্ষ্য দলের সাংগঠনিক শক্তি বাড়ানো এবং বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে নেতা-কর্মীদের নির্বাচনের জন্য তৈরি করা।


তাদের ভাষ্য, আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি এরমধ্যে তৃণমূল পর্যায়ে সম্মেলন শুরু করেছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষে আগামী ডিসেম্বরে ২২তম জাতীয় সম্মেলনের আগে তারা বিষয়টি গুটিয়ে আনতে চায়।


এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দল পুনর্গঠনের দিকে যাবো…কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত…বছর শেষ হওয়ার আগেই। সব সম্মেলন শেষ করে আরও শক্তিশালী ও সংগঠিত দল হিসেবে আমরা নির্বাচনে অংশ নিতে চাই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও