কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আন্দোলনের প্রস্তুতিতে বিএনপি

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৫২

২০২৩ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত না নিলেও চলতি বছরে দলটির মূল কার্যক্রম হচ্ছে পুনর্গঠন প্রক্রিয়া শেষে নিজেদের নির্বাচনের জন্য তৈরি করা।


পুনর্গঠনের পেছনে বিএনপির যুক্তি হচ্ছে, দলটি আরও শক্তিশালী একটি অবস্থানে থেকে সরকারের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করবে। যাতে একটি নির্দলীয় অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা হয়। এই প্রক্রিয়া ১০ বছর আগে বিলোপ করা হলেও তখন থেকেই বিএনপি এর দাবি জানিয়ে আসছে।


বিএনপির জন্য আরেকটি মাথাব্যথার কারণ হচ্ছে, তারা এখনো তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে সফল হয়নি। গত নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'নতুন বছরে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। দলের পুনর্গঠন প্রক্রিয়া চলমান এবং একই সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্যোগও চলতে থাকবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও