বেচাকেনা কম, ঘোরাঘুরি বেশি
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১৫:১৩
রাজধানীর পূর্বাচল এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন ঠিকানা। মূল পূর্বাচল বললেও কিছুটা ভুল হবে। কুড়িল বিশ্বরোড থেকে ১৪ কিলোমিটার দূরে পূর্বাচলের শেষ মাথায় কাঞ্চন সেতুর পাশে শীতলক্ষ্যা নদীর তীরে স্থায়ী ঠিকানায় গেছে বাণিজ্য মেলা। কিন্তু ক্রেতা-দর্শনার্থীর বড় অভাব। মেলার আগের স্থান আগারগাঁওয়ে শুক্র-শনিবার ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে গমগম করত। কিন্তু পূর্বাচলে বাণিজ্য মেলার নতুন ঠিকানায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় নেই। বেচাকেনা কম, ঘোরাঘুরি বেশি।
এবারের মেলার সিংহভাগ দর্শনার্থী আশপাশের গ্রামের। ফলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি পরিণত হয়েছে অনেকটা স্থানীয় মেলায়। তাদের কাছে বাণিজ্য মেলায় কেনাকাটার চেয়ে এত বড় আধুনিক স্থাপনা দেখা, ছবি তোলার প্রতিই বেশি আগ্রহ।