![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F22ff2363-d8e0-4de1-9bbe-fb802b92d6b0%252FBrowser_data.png%3Frect%3D0%252C37%252C1366%252C717%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ওয়েবসাইটের কুকিজ সরাবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ০৭:০৪
আমরা যখনই কোনো ওয়েবসাইটে ঢুঁ মারি, গোপনে আমাদের বেশ কিছু তথ্য নিয়মিত সংগ্রহ করে বিভিন্ন ওয়েবসাইট, যা কুকিজ নামেই বেশি পরিচিত। ব্যবহারকারীদের ওয়েবসাইট দেখার (ব্রাউজিং) ইতিহাস জানতেই এমনটি করে তারা। তবে চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা এসব তথ্য মুছে ফেলতে পারেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সরিয়ে ফেলা
- ওয়েবসাইটের কুকিজ