ফ্যাশন ট্রেন্ড ঠিক করে দেবে ভার্চ্যুয়াল দুনিয়া
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ২১:৩৫
সবে শুরু ২০২২। তবে সূচনা আশাব্যঞ্জক হয়নি। পশ্চিমের দেশগুলো অমিক্রনের ধাক্কায় বেসামাল। ইউরোপ ও আমেরিকায় সমানতালে বাড়ছে সংক্রমণ। এশিয়াও রয়েছে এই কাতারে। বিশ্ব আরও একবার অস্থির। এই ফাঁড়া কবে কাটবে, এখনই বলা যাচ্ছে না।
করোনা সংক্রমণের কারণে গেল দুই বছরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।
এই পরিস্থিতির উত্তরণ এ বছরও খুব আশাব্যঞ্জকভাবে হওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারছেন না বাজার বিশেষজ্ঞরা। বরং তাঁদের পরামর্শ হলো, বিনিয়োগের আগে দশবার ভাবতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিবেচনার পরিচয় দিতে হবে। আর অর্থ ব্যয় ও নতুন বিনিয়োগের আগে সঠিক হিসাব কষে তবেই পা ফেলতে হবে।