You have reached your daily news limit

Please log in to continue


এমন বিরোধী দল চাই যারা ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমরা সৃজনশীল, বিরোধী একটি রাজনৈতিক দল চাই। আমরা এমন একটি রাজনৈতিক দল চাই, যারা আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখাবেন, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে জামালপুরের ইসলামপুরে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, আমারা আবারও ক্ষমতায় আসতে বা বিরোধী দলে যেতে পারি। দেশটা এ লক্ষ্যেই উন্নতি করা হয়েছে। কিন্তু স্বাধীনতাবিরোধীদের স্বপ্ন পূরণের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানের উদ্দেশ্য কায়েমের জন্য কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন