কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে সন্তানকে গাড়ির ডিকিতে আটকে রাখলেন মা

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ১৬:৪৭

সন্তানের করোনা শনাক্ত হওয়ায় তাকে গাড়ির ডিকিতে আটকে রাখলেন মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


বিবিসি জানায়, গ্রেপ্তার ওই নারীর নাম সারাহ বিম। ৪১ বছর বয়সী ওই নারী পেশায় শিক্ষক। 


ক্লিক২ হিউস্টন ডট কমের বরাত দিয়ে বিবিসি জানায়, টেক্সাসের হ্যারিস কাউন্টিতে গত ৩ জানুয়ারি একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ গিয়ে ১৩ বছর বয়সী কিশোরকে গাড়ির ডিকি থেকে উদ্ধার করে। 


অভিযুক্ত বিম জানান, আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার জন্য ছেলেকে গাড়ির ডিকির ভেতরে করে প্রিজোন স্টেডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছিল করোনা পরীক্ষা করানোর জন্য। নিজেকে করোনা থেকে বাঁচাতে ওই কিশোরকে ডিকির ভেতর আটকে রাখেন বলে জানান সারাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও