বোন হোক প্রিয় বন্ধু
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ১৩:২৪
বোনকে বলা হয় স্রষ্টার পক্ষ থেকে উপহারস্বরূপ। বোনের ভেতরে নাকি মায়ের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এটি একেবারে অসত্যও নয়। যার একজন বোন আছে, তার খুব বেশি বন্ধু না থাকলেও চলে। বোন হলো এমনই একজন, যাকে না চাইতেই বন্ধু করে পাওয়া যায়। দুই বোন পাশাপাশি বড় হতে হতে কত সুখ আর দুঃখের গল্প জমা হয়। কত ভালোলাগা, মন্দলাগা, মান-অভিমান, ঝগড়া-খুনসুটিতে কাটে সময়।
খেয়াল রাখুন
বড় বোন হোন কিংবা ছোট, বোনের খেয়াল রাখা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। যেহেতু আপনারা দুজন একই ঘরে, পাশাপাশি থাকছেন, তার ভালোলাগা কিংবা মন্দলাগার দিকে খেয়াল রাখুন। আপনার সুবিধার জন্য যেন তার কোনো অসুবিধা না হয়। বোনের জন্য ছাড় দেওয়ার মানসিকতা থেকে আপনি ইতিবাচক একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন। মনে রাখবেন, যেকোনো সম্পর্কে বন্ধুত্ব থাকাটা জরুরি। বোনের ক্ষেত্রেও তাই। বন্ধুত্বটা ধরে রাখুন।