![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F22d91dbe-e7fa-420e-9683-f71f64977bc3%252Fcoronavirus_4.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
ফ্রান্সে টিকা বিরোধিতাকারী আইনপ্রণেতা মারা গেলেন করোনায়
ফ্রান্সের আইনপ্রণেতা জোসে এভারার্ড, যিনি করোনাভাইরাসের টিকার বিরোধিতা করেছিলেন, তিনি এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট রিচার্ড ফেররান্ড গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ফ্রান্সে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার বিরোধিতা করেছিলেন এভারার্ড। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফ্রান্সের কট্টোর ডানপন্থী একটি দলের নেতা তিনি। তবে এটা ঠিক পরিষ্কার নয়, এভারার্ড করোনার টিকা নিয়েছিলেন কি না। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন তিনি।