![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F7e42dc63-4129-4468-973e-c9d5ad2b2c91%252Frape_02.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
দুই গারো স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুলপড়ুয়া গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামি রিয়াদসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন। মূল আসামি রিয়াদকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। আর মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের পক্ষ থেকে মূল আসামি রিয়াদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। আজ দুপুর ১২টায় এ নিয়ে সংবাদ সম্মেলন করে জানাবে তারা। আর গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ ও গাজীপুর জেলা থেকে অভিযান চালিয়ে ডিবি এ পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে।