কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

সমকাল ড. খন্দকার মোশাররফ হোসেন প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ১০:৩৫

২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করেছে আওয়ামী লীগ। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনেও ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। যখন অর্ধেকের বেশি আসনে কোনো ভোটই হয়নি এবং আওয়ামী লীগ দুনিয়ার সব ব্যবস্থাকে লজ্জা দিয়ে ৯৫ শতাংশের বেশি আসন দখল করে নেয়। একদলীয় শাসনের ধারাবাহিকতা বজায় রাখতে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও 'গায়ের জোরে' ক্ষমতা অব্যাহত রেখেছে।


স্পষ্টতই এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতাও নেই। বিগত তিন বছরে সরকার পরিচালনায় রাজনীতিতে, প্রশাসনে, বিচার বিভাগে এবং সংসদে সর্বত্র তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। যে সরকার জনগণের ভোটে প্রতিষ্ঠিত নয়, সে সরকার কখনও কোনো কাজেই জনগণের স্বার্থকে প্রাধান্য দেয় না। নিজেদের ব্যক্তিগত, গোষ্ঠীগত ও দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তারা। একনায়ক সরকার দেশে তাদের গোষ্ঠীস্বার্থ চরিতার্থ করতে এমনসব কর্মকাণ্ড গ্রহণ করেছে- যা স্বাধীন, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাষ্ট্রে চিন্তাও করা যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও