![](https://media.priyo.com/img/500x/https://www.newsbangla24.com/assets/news_images/2022/01/07/mim-n-sony-hunnymoon-plan.jpg)
শ্বশুরবাড়িতে মিম, হয়ে গেছে হানিমুন প্ল্যান
নিউজ বাংলা ২৪
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২২, ২০:৫৯
জানুয়ারি ৪, সাত পাকে বাঁধা পড়েন মিম। বর সনি পোদ্দার, বাড়ি কুমিল্লা। বিয়ের আনুষ্ঠানিকতার পর এখন কুমিল্লাতেই আছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী। সময় কাটাচ্ছেন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে।
বেশি দিন থাকতে পারবেন না। নিউজবাংলাকে জানালেন দুই-এক দিনের মধ্যেই ঢাকা ফিরবেন তিনি।
মিম বলেন, ‘কুমিল্লায় আছি। এখানে অন্যরকম সময় কাটছে। শ্বশুরবাড়িতে বেশি দিন থাকার সুযোগ নেই। ঢাকায় বেশ কিছু কাজ রয়েছে।’