সিগারেট ছেড়ে ৭ বছরে সঞ্চয় প্রায় আড়াই লাখ টাকা

নিউজ বাংলা ২৪ ফটিকছড়ি উপজেলা প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২২, ১৭:০২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ইলেকট্রনিক সামগ্রী ও ইজিলোডের দোকানের কর্ণধার মোহাম্মদ শাহীন। ৩৫ বছর বয়সী এ যুবক একসময় নিয়মিত ধূমপান করতেন। এর পেছনে রোজ তার ব্যয় হতো ৫০ টাকা বা তার বেশি। এতে দোকান থেকে করা আয়ের একটা উল্লেখযোগ্য অংশ চলে যেত।


শাহীনের ধূমপানের এ অভ্যাস কোনোভাবেই মানতে পারছিলেন না তার স্ত্রী। তিনি বিভিন্ন সময়ে তাকে সিগারেট সেবনে মানা করেছেন। তাতেও ধূমপান ছাড়েননি যুবক, কিন্তু হাল ছাড়েননি তার স্ত্রী।


২০১৪ সালের ৯ ডিসেম্বর রাত ১০টার দিকে অযথা ব্যয়ের বিষয়টি তুলে ধরে কান্নাজড়িত কণ্ঠে শাহীনকে ধূমপান ছেড়ে দিতে বলেন তার স্ত্রী। এতে মন গলে যুবকের। ওই রাতেই তিনি প্রতিজ্ঞা করেন ধূমপান ছেড়ে দেয়ার। সেই থেকে অদ্যাবধি আর ধূমপান করেননি তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও