গুগল ম্যাপের সাহায্যে ২০ বছর পর ইতালির শীর্ষ মাফিয়া আটক
এবার গুগল ম্যাপের সাহায্যে এক পলাতক শীর্ষ মাফিয়াকে আটক করেছে পুলিশ, যিনি প্রায় ২০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল বুধবার ওই পুলিশ দলের এক তদন্তকারী কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছর তদন্তের পর ৬১ বছরের জিওচিনো গ্যামিনোকে স্পেনের গালাগাপা শহর থেকে আটক করা হয়। সেখানে তিনি ভিন্ন নাম-পরিচয়ে বসবাস করে আসছিলেন। এই গালাগাপা শহরটি মাদ্রিদের খুব কাছেই অবস্থিত। গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের মাধ্যমে পুলিশ এক ফলের দোকানের সামনে তাঁকে শনাক্ত করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আটক
- গুগল ম্যাপ
- মাফিয়া ডন.