শিল্পকলার মহাপরিচালকের বিরুদ্ধে তদন্ত কেন শেষ করতে পারেনি মন্ত্রণালয়?
২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্থিক ও প্রশাসনিক আইনগত বিষয়ে তদন্ত কমিটি করা হয়। কিন্তু কমিটিকে প্রয়োজনীয় নথি সরবরাহ করা হয়নি। যে কারণে এই কমিটি কাজ শুরুই করতে পারেনি। এ বিষয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে তদন্ত কমিটির একাধিকবার চিঠি চালাচালি হয়।
সর্বশেষ ২৭ ডিসেম্বর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ই-মেইলে কমিটিকে জানান, ১০ জানুয়ারির বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠান থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত টানা নানা অনুষ্ঠান, সেমিনার ও সভার আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় ২৯ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে যাচিত নথি/রেকর্ডপত্র সরবরাহ করা সম্ভব নয়। তার এই চিঠির পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর কমিটি তার কাজ সম্পন্ন না করতে পারার বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করে। কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব (প্রশাসন) শওকত আলী ইতোমধ্যে অবসরে গেছেন।