ঢাকা ম্যারাথন: সোমবার বন্ধ থাকবে হাতিরঝিল সড়ক
রাজধানীর হাতিরঝিলে আগামী সোমবার (১০ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২। এ উপলক্ষে সেদিন ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিরঝিলসহ রাজধানীর কয়েকটি এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে ডিএমপি। নির্দেশনায় বলা হয়, রেইনবো ক্রসিং দিয়ে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তাদের মগবাজার, মৌচাক হয়ে যেতে হবে। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তাদের গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যেতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রাস্তা বন্ধ