কবরের জায়গার দাম ৪৫ লাখ টাকা
কবরের জায়গার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। একটি কবরের দাম অন্তত ৪৫ লাখ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। রাসিকের আগামী সাধারণ সভায় অনুমোদনের জন্য কবরের মাটির মূল্য বৃদ্ধির এ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। রাসিক সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীতে ৪৪ টি কবরস্থান রয়েছে। কবরস্থানগুলোর প্রায় সব জায়গা ভরে গেছে। নতুন কবর দেওয়ার মতো জায়গা নেই। তাই কবরস্থানগুলোতে মাটি ফেলা হচ্ছে। ফলে আগের কবরগুলো সব নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।
কিন্তু যেসব কবর ইট দিয়ে পাকা করা আছে সেগুলো আগের মতোই থাকছে। এ কারণে কবর পাকাকরণে নিরুৎসাহিত করছে সিটি কর্পোরেশন। তাই কবরের মাটির উচ্চমূল্য নির্ধারণ করা হচ্ছে। কেউ কবর ইট দিয়ে পাকা করতে চাইলে মাটি কিনতে হবে চড়া দামে। তবে সাধারণ কবরের জন্য টাকা দিতে হবে না।