প্যান্ডোরার বাক্সটি খুলেছিলেন ট্রাম্পই
গণতন্ত্র ফেরি করতে করতে ক্লান্ত যুক্তরাষ্ট্রের উর্দির ভেতরটা প্রকাশ হয়ে গিয়েছিল গত বছরের ৬ জানুয়ারি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং এ নিয়ে গোটা দুনিয়ার সচকিত চোখের সামনেই এদিন ঘটে ক্যাপিটল হিল হামলার ঘটনা। সারা দুনিয়া দেখল—গণতন্ত্রের ফেরিওয়ালা রাষ্ট্রটির গণতান্ত্রিক কাঠামোর অন্যতম মিনারকে আক্রান্ত হতে।
সেখানকার এই এত এত নিরাপত্তা, প্রহরা এবং অত্যুজ্জ্বল সব উক্তি—কোনো কিছুই কিছু করতে পারল না। সব কেমন মিইয়ে গেল। গণতন্ত্রের তাবৎ গৌরব পথ ছেড়ে দিয়ে বিস্তার হতে দিল সহিংসতাকে। এই ঘটনা আদতে গোটা মার্কিন গণতন্ত্রের ভিতে থাকা গোপন ফাটলকে স্পষ্ট করে তুলল। ভেতরের ক্ষত এবং তাতে জমাট হওয়া এত দিনের পুঁজ সব প্রকাশ্যে চলে এল।