ফোনের কভার দীর্ঘদিন চকচকে রাখার উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১৫:০২
স্মার্টফোনের জন্য বাহারি ধরনের কভার ব্যবহার করেন নিশ্চয়। এমনকি নিজের প্রয়োজনে পছন্দমতো কভার বানিয়েও নেওয়া যায় আজকাল। নিজের কিংবা প্রিয় মানুষের ছবি সংবলিত কভার বেছে নেন অনেকেই। তবে কিছুদিন যেতে না যেতেই কভার পুরোনো দেখায়। বিশেষ করে যারা ট্রান্সপারেন্ট কভার ব্যবহার করেন।
নতুন স্মার্টফোন কেনার সময় বাক্সের ভেতরে একটি ট্রান্সপারেন্ট কভার দেয় কোম্পানিগুলো। শুরুতে নতুন ফোনের সঙ্গে কভারটি দেখতে ভালো লাগলেও কয়েক দিনের মধ্যে এই কভার হলদেটে হতে শুরু করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন কভার