![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567369252.jpg&path=/uploads/news/2022/Jan/06/1641458719447.jpg&width=600&height=315&top=271)
বৈদেশিক বাণিজ্যের নীতি সহায়তার সময়সীমা বাড়ল
বৈদেশিক বাণিজ্যে দেয়া নীতি সহায়তার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের নির্দেশনায় দেয়া সব ধরণের সুবিধার মেয়াদ সময়সীমা ৬ মাস বাড়িয়ে চলতি ২০২২ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা সদ্য বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল।