আক্কেল দাঁত কেন দেরীতে ওঠে?
www.tbsnews.net
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১৩:২০
আমাদের অনেকের জীবনেই এক বিশেষ ঘটনা হলো তরুণ বয়সে আক্কেল দাঁত তোলা। আক্কেল দাঁত ওঠার ব্যথায় অস্থির হয়ে থাকা অসহায় চেহারাও আমাদের খুব পরিচিত। কখনো কি ভেবে দেখেছেন অন্য সব স্থায়ী দাঁতের মতো এই আক্কেল দাঁতগুলোও কেন বাচ্চাকালে ওঠে না?
এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে দেখতে হবে শিশুর বেড়ে ওঠায়। 'সাইন্স এডভান্সেস'-এর ২০২১ সালের অক্টোবরে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, শিশুদের চোয়ালে আক্কেল দাঁত ওঠার মতো জায়গা থাকে না। বয়স বাড়ার সাথে শরীরের অন্যান্য অঙ্গের পাশাপাশি চোয়ালও বড় হতে থাকে, তখন আক্কেল দাঁত ওঠার মতো পর্যাপ্ত জায়গা তৈরি হয় সেখানে।
- ট্যাগ:
- লাইফ
- দাঁত ও মাড়ি
- আক্কেল দাঁত