লিলি কেন ঢাকার সবচেয়ে দামি ফুল?
www.tbsnews.net
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১২:৫৮
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী ফুলের মৌসুম। সারাবছরের মাঝে এই সময়টায় ফুলের ব্যবসা জেগে উঠে। দোকানগুলোতে যেমন প্রতি পিস ১০ টাকা দামের ফুল আছে, তেমনি প্রতি পিস ১৫০ টাকা দামের ফুলও আছে। কিন্তু ফুলকে যে ভালোবাসতে জানে, তার কাছে দাম কোনো বাধা হতে পারে না।
বর্তমানে বাজারে সবচেয়ে দামি ফুলের নাম লিলি ফুল। এর প্রতি পিস ১৫০ টাকা করে পড়ে। আর স্টিকসহ কিনতে গেলে পড়ে ২৫০-৩০০ টাকা।
বাহ্যিক রঙ আর বৈচিত্র্যের সাথে রয়েছে লিলির মাদকতাপূর্ণ গন্ধ – সব মিলিয়ে লিলি এতটাই হৃদয়গ্রাহী যে, বৈশ্বিক ফুলের বাজারে জনপ্রিয়তার দিক দিয়ে চতুর্থ স্থানটি দখল করে নিয়েছে এ ফুল। আর বিশ্বব্যাপী লিলির এমন আবেদনের আঁচ লেগেছে বাংলাদেশের ফুলশিল্পেও। বিদেশ থেকে আমদানির পাশাপাশি বাংলাদেশে বর্তমানে ঢাকাসহ রংপুর, যশোর, গাজীপুরের মতো বেশ কিছু জেলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে এই ফুল।