![](https://media.priyo.com/img/500x/https://static.dw.com/image/57916716_6.jpg)
দিল্লির চাঁদনি চক বাজারে আগুন, বহু দোকান ছাই
লালকেল্লার ঠিক উল্টোদিকেই চাঁদনী চক। পুরনো দিল্লির এই প্রাচীন এলাকায় একদিকে যেমন রয়েছে বেশ কিছু হেরিটেজ ভবন, আবার এই এলাকা রাজধানীর অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র। সেই চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে ভোর পৌনে পাঁচটা নাগাদ ভয়াবহ আগুনলাগে।
খবর পেয়েই সেখানে পৌঁছায় ১২টি দমকল। ততক্ষণে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। লাজপত রাই মার্কেটে ইলেকট্রিক সামগ্রীর দোকান বেশি।