![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_285754_1.jpg?t=1641437619)
স্বর্ণ আমদানিতে রেকর্ড অর্থ ব্যয় ভারতের
২০২১ সালে স্বর্ণ আমদানিতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করেছে ভারত। এ সময় দেশটি ২০২০ সালের তুলনায় দ্বিগুণ বেশি স্বর্ণ কিনেছে। মূল্যবান ধাতুটির দাম কমে যাওয়ায় পাইকারি ক্রেতারা সুবিধা পেয়েছেন।
বাজার বিশ্লেষকরা বলেন, বিশ্বজুড়ে প্রথম যখন নভেল করোনাভাইরাস মহামারী আঘাত হানে, তখন ভারতে বিয়ে ও উৎসবের আয়োজন কমে যায়। কিন্তু ২০২১ সালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় আবারো উদযাপনের আমেজ ফিরে আসে। বাড়তে থাকে স্বর্ণের চাহিদা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- স্বর্ণ আমদানি