You have reached your daily news limit

Please log in to continue


ওমিক্রন : ভয়ের আবহ থেকে আতঙ্কের ভুবনে

না, করোনাভাইরাস কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। করোনার নতুন নতুন ধরন আমাদের শিকারি কুকুরের মতো তাড়া করে ফিরছে। ভয়ের আবহ থেকে আমরা যেন আতঙ্কের ভুবনে প্রবেশ করছি। একুশের গোড়ায় টিকায় ভরসা করে আমরা ভেবেছিলাম, যাক বাঁচা গেল। কিন্তু দ্বিতীয় তরঙ্গে ভেঙে গেল স্বপ্ন। আর ২০২২ শুরু হলো তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি নিয়ে। তাই আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে। ওমিক্রনের চোখরাঙানি যেন উপহাস করছে নতুন বছরকে।

এক মুহূর্তের শৈথিল্য আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে আমাদের। যত দিন যাচ্ছে, ততই ভোল পাল্টে ভয়ংকর হয়ে উঠছে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন। করোনার এই সাউথ আফ্রিকান ধরন এরই মধ্যে পৌঁছে গেছে প্রায় ১১২টি দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই ঢেউ স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। কাজেই ওমিক্রন সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন