বিএনপির কর্মসূচী পন্ড লাঠিচার্জে আহত ২০

বার্তা২৪ খুলনা প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৬

খুলনায় পুলিশি বাধার কারণে ‘কালো দিবস' পালন করতে পারেনি জেলা ও মহানগর বিএনপি। লা‌ঠিচার্জে আহত হয়েছে অন্তত ২০ নেতা-কর্মী।


বুধবার (০৫ জানুয়ারি) কেন্দ্র ঘোষিত মানববন্ধন সফল করার লক্ষে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে থাকে। এর আগে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।


সকাল ১১ টার দিকে খুলনার কে‌ডি‌ ঘোষ রোডস্থ কার্যালয়ের সামনে দলীয় ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়ে সংগঠনের নেতাকর্মীরা। এরপর জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল “হাসান বাপ্পি বক্তৃতা শুরু করেন। এরপর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম বক্তৃতা করছিলেন। এরই মধ্যে খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ মানববন্ধনে বাঁধা দেয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। নেতাকর্মীরা দূরে সরে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা ইট নিক্ষেপ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও