পাসওয়ার্ড ঠিকঠাক রাখতে হিমসিম? জেনে রাখুন ১০টি বিষয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৬:১৯
পাসওয়ার্ডে অক্ষর বা সংখ্যা ক্রমানুসারে ব্যবহার করবেন না। এই ক্রম-এর উদাহরণ হতে পারে 12345, abcde অথবা qwerty। এগুলো এড়িয়ে চলুন।০২. পাসওয়ার্ডে কখনোই জন্মতারিখ ব্যবহার করবেন না। এটা সত্যি যে নিজের জন্ম তারিখ মনেই থাকে আর ব্যবহারও সহজ।
কিন্তু এটাও সত্যি যে আপনার জন্মতারিখ অন্যদের পক্ষে খুঁজে বের করা কঠিন কিছু নয়।০৩. অক্ষর, সংখ্যা এবং সিম্বল বা প্রতীক মিলিয়ে অন্তত আট ডিজিটের পাসওয়ার্ড তৈরি করুন। এ ধরনের পাসওয়ার্ড ভাঙা কষ্টসাধ্য।