প্রায় তিন বছর পর ঢাকাই সিনেমার তরুণ জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরির সিনেমা ‘শান’ বড়পর্দায় মুক্তি পাচ্ছে ৭ জানুয়ারি।
ফিল্মম্যানের প্রডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম; সিনেমার গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।
এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ চলচ্চিত্রে জুটি বেঁধে দর্শকদের সামনে এসেছিলেন তারা; ছবি দুটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
পুলিশ অ্যাকশন থ্রিলার ‘শান’ মুক্তির আগে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে সিয়াম বলেন, “সিনেমাটি নিয়ে তিন বছর রাহিম ভাই যে পরিশ্রম করেছেন, তার জন্য একটা হাততালি দরকার। অন্তত রাহিমের পরিশ্রমের জন্য হলেও আমি বলবো, আপনারা চলচ্চিত্রটি দেখুন। সিনেমা হলে আসুন, আমাদের পাশে থাকুন। আশা করছি নিরাশ হবেন না। ”