নিরাময় কেন্দ্রে মাদক কারবার, চলতো অনৈতিক কাজ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৬:২৩
মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে মাদক ব্যবসা, রোগীদের শারীরিক নির্যাতন এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরের ভাওয়াল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। এই ঘটনায় ঢাকাই চলচ্চিত্রের এক তরুণ অভিনেতাসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) র্যাব-২ সদর দপ্তরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) ওই মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় র্যাব। এসময় ৪২০ পিস ইয়াবা, নির্যাতনে ব্যবহৃত লাঠি, স্টিলের পাইপ, হাতকড়া, রশি, গামছা, খেলনা পিস্তল ও কথিত সাংবাদিকের পরিচয়পত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন।