রাজকুমারী হায়ার একটি চুলার জন্য বরাদ্দ ১৮ কোটি টাকা!

www.tbsnews.net দুবাই প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৬:০২

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এবং জর্ডান প্রিন্সেস হায়া বিনতে আল হুসেইনের বিবাহবিচ্ছেদের ঘটনাকে পৃথিবীর ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ হিসাবে গণ্য করা হয়। যুক্তরাজ্যের আদালত গত মাসে প্রিন্সেস হায়ার পক্ষে একটি রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, প্রিন্সেস হায়াকে ৭২৮ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে দুবাই শাসককে। প্রিন্সেস হায়া, শেখ মোহাম্মদের ৬ষ্ঠ স্ত্রী ছিলেন। আদালতের রায়ের মাধ্যমে প্রাক্তন এই দম্পতি সমঝোতায় আসেন।


কি আছে এই সমঝোতা চুক্তিতে? দ্য গার্ডিয়ান পত্রিকা মতে, আদালত প্রিন্সেস হায়াকে বছরে নয় সপ্তাহের বিদেশ ভ্রমণ, যুক্তরাজ্যে দুই সপ্তাহ এবং জর্ডানে তিন সপ্তাহান্তে এবং যুক্তরাজ্যে তিন সপ্তাহান্তে ছুটির জন্য প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার দিতে নির্দেশ দিয়েছেন। চুক্তি অনুযায়ী, ২০৬৮ সাল পর্যন্ত রাজকুমারী নিরাপত্তা খরচ পাবেন। এছাড়া, রান্নাঘর সম্প্রসারণ, নিরাপত্তা উন্নয়ন এবং লন্ডনে হায়ার বাড়িতে একটি ওভেন তৈরি করার জন্য প্রায় ২.২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা) বরাদ্দ করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও