বিমানযাত্রায় যত নিয়ম
নিউজ বাংলা ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৫:৫৯
বিমানে যাত্রার সময় কিছু নিয়ম-কানুন আছে যেগুলো মেনে চললে সবার উপকার হয়। স্কাইরিফান্ড সাইটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানে যাত্রার নিয়ম-কানুন। চলুন দেখে নেই।
বিমানের শৌচাগারের ব্যবহার
বিমানের শৌচাগারে বেশি সময় না নেওয়াই ভালো। এ ছাড়া বাসার শৌচাগারের মতো নোংরা অবস্থায় রেখে আসা উচিত নয়। আপনার স্বাস্থ্যের কথা ভেবে বিমানের ময়লা শৌচাগারে যেকোনো ধরনের যৌনাচার থেকে বিরত থাকা উচিত।
তীব্র গন্ধযুক্ত কিছু নিয়ে বিমানে না ওঠা
মনে রাখবেন, তীব্র গন্ধযুক্ত কোনো আতর বা পারফিউম মেখে বিমান ভ্রমণ না করাই ভালো। এতে আপনার জন্য অন্য যাত্রীরা অসুবিধার সম্মুখীন হতে পারেন। এ ছাড়া বিমানে এমন খাবার নিয়ে ওঠা উচিত নয়, যা তীব্র গন্ধ ছড়ায়।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- টিপস
- নিয়ম
- বিমান যাত্রা