করোনার নতুন ধরন শনাক্ত, বিশেষজ্ঞরা যা বললেন
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৫:৩৭
বিশ্বজুড়ে অমিক্রন–আতঙ্ক চলার মধ্যেই সম্প্রতি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। ইতিমধ্যে নতুন এ ধরনে আক্রান্ত ১২ জন রোগী শনাক্ত হয়েছেন। মেদিতেহানি ইনফেকশন ইউনিভার্সিটি হসপিটাল ইনস্টিটিউটের (আইএইচইউ) গবেষকেরা এসব তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাসের এ ধরন হলো বি.১.৬৪০.২। এটি আইএইচইউ নামেও পরিচিত হচ্ছে। ধরনটির উৎপত্তি ফ্রান্সে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, যাঁদের শরীরে এ ধরন শনাক্ত হয়েছে, তাঁরা আফ্রিকার দেশ ক্যামেরুনে গিয়েছিলেন বা দেশটিতে গিয়েছিলেন—এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। আইএইচইউর গবেষকেরা বলেছেন, তাঁদের গবেষণা প্রতিবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাময়িকীতে প্রকাশিত হয়নি।