কোনো কোনো জেলায় করোনা পরীক্ষায় আগ্রহী লোকের সংখ্যা কম
করোনা প্রতিরোধে সবাই মিলে কাজ করলে সাফল্য সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেছেন, এ মুহূর্তে করোনা রোগীর সংখ্যা বেশি কিন্তু সেটি অস্বাভাবিক বেশি নয়। সে সংখ্যক রোগীকে হাসপাতালে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পর্যাপ্ত আয়োজন রয়েছে। হাসপাতালে বেড, অক্সিজেন সিলিন্ডার, ন্যাজেল ক্যানুলা ও অক্সিজেন কনসেনট্রেটরের সরবরাহ দেওয়া রয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। মো. নাজমুল ইসলাম বলেন, বিশ্বে মহামারি করোনাভাইরাসে ২৯ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ৫৪ লাখেরও বেশি মানুষ মূল্যবান প্রাণ হারিয়েছেন। এ প্রেক্ষাপটে ওমিক্রনের যে বিস্তার ঘটেছে সে প্রেক্ষাপটে বিভিন্ন দেশ প্রস্তুতি নিচ্ছে।