দীর্ঘদিনের ডায়াবিটিস? হতে পারে এই সমস্যাগুলি!
ডায়াবিটিস (Diabetes) আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ঊর্ধ্বমুখী। রোজই দেশের নানা প্রান্তের মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে আমাদের জীবনযাত্রার ভুলভ্রান্তি এবং খাদ্যাভ্যাস এই রোগটিক ডেকে আনছে বলেই মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে মুশকিল কোথায় জানেন, এই রোগ দেখা দেওয়ার পরও অনেকে রোগটির চিকিৎসা ঠিকমতো করান না। নিয়ন্ত্রণে রাখেন না ব্লাডসুগার। সেক্ষেত্রে দেখা দেয় নানা সমস্যা।
ডায়াবিটিস
সুগার বা Glucose-কে শরীর ঠিকমতো ব্যবহার করতে না পারলে অতিরিক্ত সুগার জমে রক্তে। এই অবস্থার নামই ডায়াবিটিস। ডায়াবিটিস রোগটি মূলত দুই ধরনের-টাইপ ১ ও টাইপ ২।
টাইপ ১ ডায়াবিটিস রোগটি হল অটো ইমিউন ডিজিজ। এক্ষেত্রে শরীরে ইনসুলিন হর্মোন তৈরি হয় না। অপরদিকে টাইপ ২ ডায়াবিটিস হল বয়সকালের রোগ। এক্ষেত্রে শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না বা ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায়। এই দ্বিতীয় ধরনের সমস্যাতেই মানুষ বেশি সংখ্যায় আক্রান্ত হন।