ডুবোচরে আটকে যাচ্ছে ট্রলার
মেঘনা নদীর মধ্যে ডুবোচর। যাত্রীবাহী ট্রলার সেই ডুবোচরে আটকে গেলে যাত্রীদের নামতে হচ্ছে পানিতে। হাঁটু ও কোমরপানি মাড়িয়ে আবার ট্রলারে করে যেতে হচ্ছে গন্তব্যে। ছয় মাস ধরে চলছে এ দুর্ভোগ।
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে যেতে দুটি নৌপথে এ দুরবস্থা চলছে। এ পথের নিয়মিত কয়েকজন যাত্রী বলেন, দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। শীতে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট আরও বেড়েছে। ডুবোচর খনন করে চ্যানেল (নালা) করে দিলে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো উদ্যোগ নেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যাত্রী ভোগান্তি
- ডুবোচর