ওএমএসের প্রভাব নেই চালের বাজারে
সমকাল
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১০:২৩
সরকার চলতি ২০২১-২২ অর্থবছরে খোলা বাজারে বিক্রি বা ওএমএস ব্যবস্থায় চালের সরবরাহ ব্যাপক হারে বাড়ালেও বাজারে পণ্যটির দামে তার প্রভাব পড়েনি। গত ছয় মাসে প্রতি কেজি মোটা চালের দর ৪৫ টাকার নিচে নামেনি। উল্টো কোনো কোনো মাসে বেড়েছে। এমনকি আমনের ভরা মৌসুমে এসেও বাজার ঊর্ধ্বমুখী।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১ জুলাই থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ওএমএসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার ৬২০ টন চাল বিক্রি করেছে খাদ্য অধিদপ্তর। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬৫০ টন। উল্লেখ্য, ওএমএস ব্যবস্থায় প্রধানত মোটা চাল সরবরাহ করা হয়ে থাকে।