![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Fa83c8517-3370-45ca-94b6-088eba96f441%252FFITKocMVgAMg2ED.jpg%3Frect%3D0%252C0%252C1366%252C717%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ঐতিহাসিক এই জয় ভুলে যেতে চান মুমিনুল
বাংলাদেশ দল পঞ্চম দিন প্রথম সেশনে ৫ উইকেটে ১৪৭ রানে দিন শুরু করা নিউজিল্যান্ডের ইনিংস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি। সকালের সেশনে ১০.৪ ওভারের মধ্যে মাত্র ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।
- ট্যাগ:
- খেলা
- ম্যাচ জয়
- বাংলাদেশের ইনিংস
- মুমিনুল হক