অর্ধকোটিতে বিক্রি হচ্ছে ৭৫০ মি.লি. পানি!

ইত্তেফাক প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ২১:৪১

অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! 'অ্যাকুয়া ডি ক্রিস্টালও ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি' বিশ্বের সবচেয়ে দামি পানি। এর এক বোতলে ৭৫০ মি.লি. বা ৩ গ্লাস পানি থাকে যার দাম ৫১ লাখ টাকা।


ফিজি ও ফ্রান্সের ঝর্না এবং আইসল্যান্ডের হিমবাহ থেকে সংগ্রহ করা হয় এই পানি। পানির বোতলটি ২৪ ক্যারেট সোনা ও প্লাটিনাম দিয়ে তৈরি। ক্ষার স্বাদের এই পানিতে ২৩ ক্যারেট সোনার ৫ মিলিগ্রাম সোনারগুঁড়া মিশ্রিত থাকে। ফলে এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী।


স্বচ্ছতা এবং স্বাদ এই পানিকে অন্য পানি থেকে আলাদা করে। অবশ্য, এই ব্র্যান্ডের অপেক্ষাকৃত কমদামি পানির বোতলও রয়েছে। সেটির দাম ২২ হাজার টাকা। ২০১০ সালে 'অ্যাকুয়া ডি ক্রিস্টালও ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি' এর এই বোতল বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে গিনেস বুকেও জায়গা করে নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও