ছেলে কত কী বাজার করে, বউকে নিয়ে খায়, আমাকে দেয় না
‘মনে খুবই দুঃখ রে বাপ। রাতে ঠান্ডায় না খেয়ে ঘুমাইছিনু। ছেলে ও ছেলের বউ আলাদা খায়। ছেলের বউ ভালো মন্দ রান্না করে খায়, তবু খাইতে ডাকে না। ছেলের শ্বশুরবাড়ির লোকজন এলে কত ভালোবাসা তাদের জন্য। আমার মেয়ে বাড়িতে আসলে কথাই বলে না।’
বলছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা মমেনা বেওয়া (৭০)। তিনি ওই এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের স্ত্রী।
মমেনা বেওয়া বলেন, আমার খুব দুঃখ, ঠান্ডার দিন শীতের কাপড় নাই। ঠান্ডার কারণে রাতে রান্না করতে পারি নাই। না খেয়ে ছিলাম সারারাত। পরে কেঁদে কেঁদে ঘুমাই পড়ছিলাম কখন জানি না। ছেলে কত কী বাজার করে নিয়ে এসে খায় বউকে নিয়ে, আমাকে দেয় না। আমি যেটা খাই না, সেটা দেয়। প্রতি শুক্রবার ভিক্ষা করে এনে এক সপ্তাহ ধরে খাই। শেষ হলে আবার ভিক্ষা করতে যাই। এই শীতে মেম্বার-চেয়ারম্যান কেউ কিছু দেয় নাই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবহেলা
- অসহায় নারী
- দায়িত্বে অবহেলা