সেদিন মনে হয়েছিল, আমি আর বাঁচব না
নায়ক থেকে দেশের সফল খলনায়ক মিশা সওদাগর। এখনো প্রতিনিয়ত নিজের সঙ্গেই প্রতিযোগিতা করেন তিনি। আজকের জায়গায় আসার জন্য তুখোড় খল অভিনেতাদের সঙ্গে পাল্লা দিতে হয়েছে। এ জন্য ছিল তাঁর আলাদা কৌশল। আজ তাঁর জন্মদিন। ক্যারিয়ারের নানা প্রসঙ্গে কথা বললেন এই অভিনেতা।
শুভ জন্মদিন...
অনেক অনেক ধন্যবাদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, এই ভালোবাসা কেমন লাগে?
জন্মদিন আমি সেই অর্থে পালন করি না। এবার ছেলে জোর করে কেক এনেছিল। তাকে দিয়ে কেক কাটিয়েছি। কিন্তু অনেকেই ফেসবুক, ফোনে শুভকামনা জানাচ্ছেন। অনেক আগের ছবি দিয়ে স্মৃতিকাতর করে তুলছেন। এসব ভালোবাসা সব পুরস্কারের চেয়ে বড়। শুটিং করতে গিয়ে আমার দুটি পায়ে আঘাত পেয়েছিলাম। যেকোনো সময় অপারেশন হয়তো করা লাগতে পারে। তিন মাস বসে থাকতে হতে পারে। এগুলো তাঁদের ভালোবাসার কাছে তুচ্ছ মনে হয়।
শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন?
হ্যাঁ। কারণ, আমি কখনোই ডামি শুটিং করি না। নিজেই অংশ নেই।