মনোযোগের সঙ্গে নামাজ পড়তে কী করবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১৮:৫৫
নামাজ। ইসলামের দ্বিতীয় রোকন। ঈমানের পরে ইসলামের প্রধান ইবাদতও এটি। প্রাপ্ত বয়স্ক সব মুসলমানের ওপর প্রতিদিন নির্ধারিত ৫ সময় নামাজ পড়া ফরজ। পরকালে সর্বপ্রথম নির্ধারিত এই নামাজেরই হিসাব নেওয়া হবে। যারা নামাজের হিসাব দিতে পারবে তাদের পরবর্তী সব হিসাবও সহজ হয়ে যাবে। তবে একাগ্রতা বা মনোযোগের সঙ্গে নামাজ পড়তে হবে। নামাজে একাগ্রতা তথা মনোযোগ ধরে রাখতে কী করবেন?
নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য মনোযোগ ধরে রাখার বিকল্প নেই। এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘তোমরা সেভাবে নামাজ পড়; যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ।’ (বুখারি, মুসলিম ও মিশকাত)