বাজির শব্দে তছনছ হয়ে যায় রেমিনের জীবন

ঢাকা পোষ্ট ফরিদপুর সদর প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১৮:১৬

‘আমার মেয়েটা ছিল দারুণ মেধাবী। ক্লাস ফাইভ আর এইটে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে এসএসসি পাস করেছিল গোল্ডেন এ প্লাস নিয়ে। আমার সেই সোনার টুকরো মেয়ে এখন অনেক আপনজনকেই চিনতে পারে না। নিছক আনন্দের জন্য কিছু মানুষের ফোটানো বাজির তীব্র শব্দে ভয় পেয়ে ব্রেইন স্ট্রোক করে সে। এতে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে।’


মঙ্গলবার (৪ জানুয়ারি) এভাবেই ঢাকা পোস্টের কাছে দুঃসহ অনুভূতি প্রকাশ করেন জাহিদ রিপন নামের এক বাবা। তার আদরের মেয়েটির নাম শারমিন জামান রেমিন। 


সে যখন এই দুর্ঘটনার শিকার হয় তখন রাতের প্রথম প্রহর। ঘটনা ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের, ২০১৭ সালের জুন মাসে। তখন ছিল রমজান মাস। আর দু-চারদিন পরেই ঈদ। সেই খুশিতে কারা যেন বাসার পাশে বাজি ফোটাতে শুরু করে। বাজির তীব্র শব্দ এসে আঘাত করে বাবার পাশে ঘরে বসে থাকা রেমিনের মস্তিষ্কে। সেই আঘাতেই ভেঙে যায় সাজানো জীবন, তুমুল এক মেধাবীর নানা স্বপ্ন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও