![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2022/Jan/04/1641297210306.jpg)
টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ
টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শান্ত সিকদার নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছে। তিনি শহরের দেওলা সিকদার বাড়ি এলাকার ইব্রাহিম সিকদারের ছেলে।