![](https://media.priyo.com/img/500x/https://d2u0ktu8omkpf6.cloudfront.net/3763a55b2fd40af6cd7f131f4691d9b745476e6ad4e9b579.jpg)
লাইভে কাঁদলেন সুবাহ (ভিডিও)
সময় টিভি
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১৭:৪৬
রাজধানীর একটি হাসপাতালে চারদিন ভর্তি থাকার পর সোমবার (০৩ জানুয়ারি) বাড়ি ফিরেছেন নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। এসেই মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইলিয়াসের বিচার চেয়ে এসে কাঁদলেন এই নায়িকা।
এ সময় সুবাহ বলেন, ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে। আমাকে মারধর করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি। এর বিচার চাই।
তিনি আরও বলেন, ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।