আলু পুরি তৈরির রেসিপি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১৭:৪৫

বিকেলের নাস্তায় আলু পুরি হলে মন্দ হয় না। গরম গরম আলু পুরি খাওয়ার মজাই আলাদা। এদিকে বাইরে থেকে কিনে আনা পুরি খেলে থাকে অসুখ-বিসুখের ভয়। কারণ সেগুলো খুব একটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি হয় না। তাই ঘরেই তৈরি করে নেওয়া উত্তম। চলুন জেনে নেওয়া যাক, আলু পুরি তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে


আলু- ২ কাপ


পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ


শুকনা মরিচ - ৩ টি


পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ


সরিষার তেল- ৪ টেবিল চামচ


ময়দা- ২ কাপ


লবণ- স্বাদমতো


তেল- ভাজার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও