মুসলিম নারীদের নিলামে তোলায় ভারতীয় গ্রেফতার
শতাধিক মুসলিম নারীকে ‘বিক্রির’ জন্য নিলামে তুলতে একটি অ্যাপ এ ছবি প্রকাশের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ওই ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরের একজন প্রকৌশল শিক্ষার্থী। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়েছে তা স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, ‘বুল্লি বাই’ নামের অ্যাপটির ‘নিবিড় অনুসরণকারী’ ওই শিক্ষার্থী। ‘বুল্লি বাই’ নামে ওয়েব প্লাটফর্ম গিটহাব এ হোস্টিং করা ওপেন সোর্স অ্যাপটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনা ভারতে মুসলিম নারীদের হয়রানি করতে অনলাইনে নিলামে তোলার দ্বিতীয় প্রচেষ্টা। গত বছরের জুলাইতে ‘সুল্লি ডিলস’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইট ৮০ জনের বেশি মুসলিম নারীর প্রফাইল তৈরি করে। এসব ছবি ওই নারীদের অনলাইন অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গ্রেফতার
- হয়রানি
- মুসলিম নারী
- কেনাবেচা